আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের বাধার মুখে কালো পতাকা মিছিল

পুলিশের বাধার মুখে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বধীন ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা। দেশব্যাপী কালো পতাকা মিছিলের অংশ হিসেবে আজ বুধবার সিরাজগঞ্জেও এ কর্মসূচি পালন করা হয়।

সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ইলিয়ট ব্রিজের কাছে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সে রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।সমাবেশে বক্তব্য দেন- সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপি নেতা গাজী আজিজুর রহমান দুলাল, সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, নাজমুল হাসান তালুকদার রানা ও যুবদল নেতা মির্জা বাবু।

অন্যদিকে, বেলকুচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানের নেতৃত্বে শ্যামগাতী থেকে মিছিলটি বের হয়ে সড়ক ঘুরে মুকুন্দগাঁতী বাজারে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.