আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে বিএনপি নেতা খুন

চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। কুমিল্লায় কারাগার থেকে বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে খুন হয়েছেন এক যুবক। এছাড়া ঝালকাঠি, ফরিদপুরে খুন হয়েছেন আরও দুইজন। মাদ্রাসাছাত্রী এবং দিনমজুরসহ চারজন।

চট্টগ্রাম : নগরীতে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা জানে আলম খুন হয়েছেন। সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে গতকাল মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। জানে আলম মহানগর বিএনপির মাঝিরঘাট ইউনিট বিএনপির সহ-সভাপতি ছিলেন।

কুমিল্লা : কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে মহানগরীর পার্ক রোড এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আবুল বাশার (৩৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে । নিহত আবুল বাশার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আবুল বাশারকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। রাত সাড়ে ৭ টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিকগঞ্জ : হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে খুন হলেন তার ভাতিজা রুবেল দেওয়ান। উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঝালকাঠি : কাঁঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর গতকাল ঘোষেরহাট এলাকার হলতা নদী থেকে মাদ্রাসাছাত্রী আসমা আক্তার মুনি্নর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আসমা উপজেলা জোড়খালি গ্রামের আবুল কালামের মেয়ে ও আমুয়া ছোনাউডা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। ফরিদপুর : ফরিদপুরে সুমন নামের এক দিনমজুরকে বিষ মিশ্রিত ফল খাইয়ে অচেতন করে টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় সুমনকে হাসপাতালে নেওয়া হলে গতকাল তার মৃত্যু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.