বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন বিপিএল গঠিত ট্রাইব্যুনালের শুনানিতে। যদিও তার বিপক্ষে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিঙ্ংি কিংবা স্পট ফিঙ্ংিয়ের কোনো অভিযোগ নেই। তারপরও ট্রাইব্যুনালের তিন সদস্য তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ জানায়। সেই অনুরোধেই গতকাল গুলশানস্থ ট্রাইব্যুনাল অফিসে হাজির হয়েছিলেন 'নড়াইল এঙ্প্রেস'। এক ঘণ্টার মতো উপস্থিত থেকে দ্রুত বের হয়ে যান সেখান থেকে। শুনানিতে নিজের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি টাইগারের সাবেক অধিনায়ক। মাশরাফির নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্স টানা দুটি শিরোপা জিতে বিপিএলের। চিটাগাং কিংসের বিপক্ষে ইনজুরির কথা বলে তাকে খেলানো হয়নি। যদিও পরে সুস্থ থাকার কথা বলেছিলেন মাশরাফি। বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ও ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত থাকায় মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন রুবেল ও মাহাবুবুল আলম রবিনসহ ৯ ক্রিকেটার ও সংগঠককে দোষী সাব্যস্ত করে আইসিসির অ্যান্টি করাপসন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু)। তার প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল গঠন করে বিসিবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।