শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে মান বাঁচানোর লড়াইয়ে চতুর্থ দিন আজ বৃহস্পতিবার প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫০ রান।
৪৬৩ রানে পিছিয়ে থেকে টেস্টের চতুর্থ দিন ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই সামিন্দা এরাঙ্গার বলে উইকেট রক্ষক চান্দিমালের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। বাড়তি বাউন্স ঠিকমতো সামলাতে না পেরে আউট হন তিনি।
এরপর সুরঙ্গা লাকমালের আরেকটি শর্ট বল ঠিকমতো খেলতে না পেরে শর্ট লেগে সিলভার হাতে ধরা পড়েন মার্শাল আইয়ুব।
তখন ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। মুমিনুল হকের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পেরুনোর পর বিদায় নেন সাকিব আল হাসান (২৫)। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন মুমিনুল (৫০)। সাকিবের মতো তিনিও পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে দলের বিপদ আরো বাড়িয়ে দেন অধিনায়ক মুশফিকুর রহিম (১৪)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৮৪ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৩৫ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
আগের দিন বুধবার মাহেলা জয়াবর্ধনের অপরাজিত দ্বি-শতকের সুবাদে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। সাবেক অধিনায়কের সঙ্গে নবাগত কিথুরুয়ান ভিথানাগেও শতকের আনন্দে ভেসে যাওয়ায় ৬ উইকেটে ৭৩০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অতিথিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।