তারা হলেন- মওদুদ আমদ, এম এক আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হাফিজ উদ্দিন আহমেদ ও ফজলুল হক মিলন।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাদের জামিন নাকচের এই আদেশ দেন।
আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ওই ঘটনায় মতিঝিল থানার মামলায় মওদুদ, রফিকুল, আনোয়ারের জামিন নাকচ করা হয়।
রমনা ও মতিঝিল থানার দুটিতে হাফিজের এবং রমনার একটি মামলায় মিলনের জামিন আবেদন নাকচ হয়।
গত বছরের ৫ মে হেফাজতের নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় অন্তত ১৬টি মামলা করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।