সিলেটের দক্ষিণ সুরমায় এক সিএনজি আটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। গতকাল বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত লালাবাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, সকাল ৭টায় পূর্বশত্রুতার জেরে লালাবাজারে সিএনজি অটোরিকশার চালক শফিক মিয়ার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে লালাবাজারে সিএনজি অটোরিকশার চালকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বৈঠকের পর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।