আমাদের কথা খুঁজে নিন

   

১০ ট্রাক অস্ত্র মামলার রায়

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায়ে আদালত ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল দুপুরে এ রায় দেন। অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজী আবদুস সোবহান। তাদের মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক শিল্পসচিব নুরুল আমিন পলাতক। অস্ত্র আটকের অপর মামলায় এই ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্মর্তব্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্তে প্রমাণিত হয়, সমুদ্রপথে এ অস্ত্র চীন থেকে আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। অস্ত্র চোরাচালানের সঙ্গে তৎকালীন জোট সরকারের শীর্ষ পর্যায়ের সম্পর্ক প্রমাণিত হওয়ায় তা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশের সম্পর্কের জন্য স্পর্শকাতরতাও সৃষ্টি করে। এ এলাকার দেশগুলোর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনে অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.