'সামান্য কিছু'র সূচনা সংখ্যা প্রকাশ হলো অাজ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে। সূচনা সংখ্যা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সংখ্যা। লেখক শিল্পীদের প্রতি অামরা কৃতজ্ঞ। সৈয়দ শামসুল হক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে অামাদের কৃতজ্ঞ করেছেন শিল্পী কাইয়ূম চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক ফোকলোরবিদ শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যনির্দেশক অাতাউর রহমান, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি নুহ-উল-অালম লেনিন এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত অালী লাকী ভাইকে। ধন্যবাদ অারো অনেককেই, যাদের সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান নামানো সম্ভব হতো না।
সাদ্দাম, মনন, শাকিল, শাশ্বত, শুভ, হেলালসহ সব যোদ্ধাদের ধন্যবাদ। শিল্পকলা একাডেমির নিবেদিতপ্রাণ কর্মীদের অামি কি বলে ধন্যবাদ দেব? সোমাকেই বা কি দিতে পারি, ধন্যবাদ ছাড়া? যাদের লেখা অামাদের সীমাবদ্ধতার কারণে চলতি সংখ্যা 'সামান্য কিছু'তে ধরানো যায়নি--তাদের কাছে সবিনয় নিবেদন, সংশোধিত সংখ্যায় তা লেখকের অনুমতি সাপেক্ষে ছাপা হবে। লেখা চেয়ে নিয়ে ছাপাতে না-পারার কষ্ট লেখকের চেয়ে সম্পাদকেরই বেশি, কি করে বোঝাই? নির্দেশক গাজী রাকায়েত, গোলাম সারোয়ার, শর্মীমালা, জয়িতা মহলানবীশসহ নাচ-গানের সব শিল্পীকে অন্তরলালিত কৃতজ্ঘতা জানাই। কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রকাশক মাজহার ভাই, বন্ধু মুকুল, মাহবুব অাজীজ, অাল্পনা নাট্যাভিনেতা বরুণকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকেই, যাদের সবার নাম এইখানে উল্লেখ করাই হলো না।
সব পারা একবারে পারা যায় না--এ কথা বলেও অামার চাপ কমবে না, তা অামি জানি।
কত ত্রুটি-বিচ্যুতি যে রয়ে গেছে, তার ইয়ত্তা নেই। অাগামীতে পেরে উঠব, এই অাশায় রইলাম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।