গতকাল দুপুরে যশোরের অভয়নগরে জমিজমা নিয়ে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান মোল্লা নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে। জুমার নামাজের সময় শংকরপাশা গ্রামের বানিয়াপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। বানিয়াপাড়ার মৃত মোমিন মোল্লার ৮ ছেলের মধ্যে ২০ বছর ধরে জমিজমা নিয়ে গোলযোগ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ৮ ভাই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। গতকাল দুপুরে তিন ভাই মকিত মোল্লা, ওলিয়ার মোল্লা ও জলিল মোল্লা বিরোধপূর্ণ একটি জমিতে বাঁশ কাটতে গেলে অপর চার ভাই হাসান মোল্লা, আমির হোসেন মোল্লা, জামির মোল্লা ও মফিজুর মোল্লা এবং ভাইপো ইয়াহিয়া তাদের বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বড় ভাই আজিজুর রহমান মোল্লা (৫৫) উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করতে গেলে তার শরীরে ধারাল অস্ত্রের কোপ লাগে। গুরুতর আহত অবস্থায় অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এদিকে লালমনিরহাট প্রতিনিধি জানান, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সুবল চন্দ্র রায় (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত খসরু বর্মণ রায়ের পুত্র। গতকাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।