আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু একাডেমি, রমনা বটমূল, আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমিকে ঘিরে সংস্কৃতিবলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। দ্ব্যর্থহীনভাবে বলেছেন, বাংলাদেশে অশুভ শক্তির কোনো স্থান হবে না। এটি হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিকামী দেশ। প্রধানমন্ত্রী অশুভ শক্তির প্রতিরোধে আরও বেশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, অশুভ শক্তি প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে জাতীয়তাবাদী চেতনার বাস্তবায়ন ঘটাতে হবে। একুশের গ্রন্থমেলাকে বাঙালি জনগোষ্ঠীর প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, লেখক, প্রকাশক ও নতুন প্রজন্মের চিন্তাচেতনার বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। এখান থেকে তারা ভবিষ্যতের সঠিক দিকনির্দেশনা লাভ করে। প্রধানমন্ত্রী বলেন, এ বছর বইমেলার পরিধি সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। যার লক্ষ্য এই ঐতিহাসিক স্থানকে জাতির সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা। প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনকালে অশুভ শক্তির প্রতিরোধে আরও বেশি সাহিত্য-সংস্কৃতি চর্চার যে তাগিদ দিয়েছেন তা তাৎপর্যের দাবিদার। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের পটভূমি রচনা করেছিল বায়ান্নর মহান ভাষা আন্দোলন। বলা যায়, একুশের পথ ধরেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। একুশের সাহস বাঙালিকে শুধু ভাষার মর্যাদা রক্ষাই নয় মা ও মাটির মর্যাদা রক্ষায় রক্তক্ষয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জোগায়। ৩০ লাখ মানুষের আত্দোৎসর্গের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করার কোনো বিকল্প নেই এ উদ্দেশ্যে আরও বেশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রয়োজন। দুনিয়াজুড়ে ধর্মান্ধ ও সাম্প্রদায়িকতার অশুভ উন্মেষ লক্ষ্য করা যাচ্ছে। এ অপশক্তি আমাদের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনাকে খুবলে খাওয়ার চেষ্টা করছে। এ চিহ্নিত অশুভ শক্তির থাবাকে প্রতিহত করার জন্যও দেশে সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানো দরকার। মানুষের বিবেককে জাগ্রত করার স্বার্থে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির আত্দাকে উৎসাহিত করতে সাহিত্য ও সংস্কৃতি চেতনাকে উৎসাহিত করতে হবে। বিশ্বায়নের এই যুগে বাণিজ্যিক আগ্রাসন যখন সাহিত্য-সংস্কৃতির স্বতন্ত্র অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে তখন স্বকীয় অস্তিত্ব রক্ষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.