থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে হাজার হাজার লোক গতকাল থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন। এ বিক্ষোভকে তাদের ঘোষিত রাজধানী অচল করে দেওয়ার পূর্ব প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি রাজধানী অচল করার ঘোষণা দিয়েছেন তারা।
বিক্ষোভকারীরা রাজনীতিতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রভাব কমানোর চেষ্টা করছেন। তারা রাজধানীর চারপাশে প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করেছেন যেন সরকারি কর্মকর্তারা কর্মস্থলে যেতে না পারেন। এ ছাড়া সরকারি অফিস-আদালতসহ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। ইংলাক ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা তা মানতে নারাজ। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা চান, অনির্বাচিত 'পিপলস কাউন্সিলের' কাছে ক্ষমতা হস্তান্তর। এদিকে দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক সহিসংতায় ৮ জন নিহত ও ৪০০-এরও বেশি লোক আহত হয়েছেন। ইংলাক সরকার এখনো দেশটির উত্তরাঞ্চলের পূর্ণ সমর্থন পাচ্ছে। ধারণা করা হচ্ছে, ফের নির্বাচন হলে তার দলই জয়ী হবে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।