আমাদের কথা খুঁজে নিন

   

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ, যাচাই-বাছাই ৬ মার্চ ও প্রত্যাহারের তারিখ রাখা হয়েছে ১২ মার্চ। দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনে সমান প্রার্থী মনোনয়ন দেওয়ায় সবাই প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পরেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হন মহিলা সদস্যরা। গতকাল এ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এ সময় টাঙ্গাইল-৮ শূন্য আসনের উপ-নির্বাচন ২৩ মার্চের পরিবর্তে ২৯ মার্চ পুনর্নির্ধারণ করা হয়। জানা গেছে, সংসদ সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্ব হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪১ আসন, বিরোধী দল জাতীয় পার্টি ৬ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট পাচ্ছে তিনটি আসন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ইসি যুগ্ম সচিব জেসমিন টুলীকে। দশম সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। ইতোমধ্যে দলগুলো মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে রেখেছে। দল ও জোটগতভাবে চূড়ান্ত প্রার্থীরা ইসি সচিবালয়ে এসে মনোনয়নপত্র জমা দেবেন। দশম সংসদের ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগ ২৩৪, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ২, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ ও স্বতন্ত্র ১৬টি আসন পায়। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী যশোর-১ ও যশোর-২ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করেনি ইসি। টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য মারা গেছেন। আওয়ামী লীগ সংসদে প্রতিনিধিত্বকারী আরও ৫টি দলকে নিয়ে মহিলা আসনের জন্য জোট করার বিষয়ে ৯ ফেব্রুয়ারি ইসিকে অবহিত করেছে। তবে এ জোটের বিষয়ে বিএনএফ-এর পক্ষ থেকে কোনো সম্মতি চিঠি না পাওয়ায় দলটির পৃথক তালিকা করেছে ইসি।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭। দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মোট আসন বিবেচনায় সংরক্ষিত আসন বরাদ্দ হবে। ইসির প্রকাশিত জোটভিত্তিক ভোটার তালিকায় দশম সংসদে ২৯৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১টি, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫ ও জাতীয় পার্টি জেপি ২টি মিলে এক জোট। এ ছাড়া জাতীয় পার্টি ৩৪, স্বতন্ত্র ১৬ ভোটারের জোট, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.