আমাদের কথা খুঁজে নিন

   

অভিবাসীদের দুর্দশা

মালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের লক্ষাধিক অভিবাসী। বৈধ ও অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া এসব বাংলাদেশি এখন দালাল চক্রের হাতে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। যন্ত্রে পাঠযোগ্য নতুন পাসপোর্ট দেওয়ার নামে দালালরা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দালাল চক্রের পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারী। প্রবাসীরা দূতাবাসে নতুন পাসপোর্টের জন্য ধরনা দিয়ে হয়রানির সম্মুখীন হচ্ছেন। অভিযোগের তীরে বিশেষভাবে চিহ্নিত হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী সূচনা রানী হালদার। মানবিক কারণে এই ছাত্রলীগ নেত্রীকে রাজনৈতিক বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে চাকরি দেওয়া হয়। কিন্তু নিয়োগের পর থেকেই তিনি যা ইচ্ছা তাই করাকে করণীয় হিসেবে বেছে নিয়েছেন। অতি সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে ৫৫০টি পাসপোর্ট উধাও হয়ে যওয়ার ঘটনা ঘটেছে। এর সঙ্গে ওই সাবেক ছাত্রলীগ নেত্রীর সংশ্লিষ্টতার অভিযোগও উচ্চারিত হচ্ছে। কারণ পাসপোর্টগুলো হারিয়েছে তারই জিম্মা থেকে। এর আগে তার বিরুদ্ধে সহকর্মীর বাসা দখল, বদলির আদেশ প্রত্যাখ্যানসহ নানা অভিযোগও উঠেছে। এক সময় মালয়েশিয়া ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। কিন্তু এ বাজার এখন ক্রমেই ছোট হচ্ছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্বহীন ভূমিকা এ অবস্থার জন্য অনেকাংশে দায়ী। স্মর্তব্য, মালয়েশিয়া সরকারের সে দেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের বৈধ হওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ২১ জানুয়ারি শেষ হয়েছে। তারপর থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। এর ফলে লক্ষাধিক বাংলাদেশি অভিবাসী বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে যে আড়াই হাজার অভিবাসী শ্রমিক আটক হয়েছে তার মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৫০০ এর বেশি। লক্ষাধিক অভিবাসী শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন সক্রিয় হবে এমনটিই দেখতে চায় প্রবাসীরা। এ ব্যাপারে সরকারকেও সক্রিয় হতে হবে। মালয়েশিয়ার উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাদের বৈধকরণের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.