আমাদের কথা খুঁজে নিন

   

দশম সংসদের যাত্রা শুরু শিরীন শারমিন স্পিক

উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে দশম জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে গতকাল। যাত্রালগ্নে যথারীতি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ভাষণ দেন।

বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সন্ধ্যায় দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অধিবেশন উপলক্ষে দিনভরই সংসদ ভবন এলাকা ছিল উৎসবমুখর। সংসদের আশপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। দর্শক ও ভিআইপি গ্যালারি এবং সাংবাদিক গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। স্পিকার সংসদ কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে নিজ আসন থেকে উঠে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ উপস্থিত সংসদ সদস্যরা দাঁড়িয়ে স্বাগত জানান। সংরক্ষিত নারী আসনে এখনো নির্বাচন না হওয়ায় ওই আসনগুলো খালি ছিল। গত সংসদের প্রধান বিরোধী দল বিএনপি এ সংসদে নেই। ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা চালু হওয়ার পর এবারই প্রথম সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করায় বিএনপি গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে।

শিরীন শারমিন স্পিকার ও ফজলে রাব্বী ডেপুটি স্পিকার : দশম জাতীয় সংসদের স্পিকার হিসেব পুনর্নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। অধিবেশনের শুরুতেই বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। স্পিকার নির্বাচন পর্বে অধিবেশনে সভাপতিত্ব করেন নবম সংসদের বিদায়ী ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে দশম সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বৈঠকের সভাপতি শওকত আলী বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের এজেন্ডা উত্থাপন করেন। এ সময় তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়নপত্র পাওয়া গেছে। বিধি মোতাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্পিকার নির্বাচনের জন্য রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় অধিবেশনের সভাপতি বলেন, স্পিকার পদে একটি মাত্র মনোনয়ন পাওয়া গেছে। বিধি মোতাবেক প্রস্তাবটি ভোটে দেওয়া হলে কণ্ঠভোটে তা পাস হয়। তুমুল করতালির মধ্যে ড. শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হয়। অধিবেশনের সভাপতি এরপর ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন। বিধি মোতাবেক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে ডেপুটি স্পিকার পদে গাইবান্ধা-৫ থেকে নির্বাচিত এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র প্রস্তাব পাওয়া যায়। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়। সংসদ সদস্যরা করতালির মাধ্যমে নিজেদের সমর্থন ব্যক্ত করেন। এরপর ২০ মিনিটের জন্য অধিবেশন বিরত রেখে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি এবং সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এমপি উপস্থিত ছিলেন।

৬টা ৫০ মিনিটে দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হয়। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চিফ হুইপ আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, আবদুল লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসিচব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ সময় দশম জাতীয় সংসদের শুরুকে গণতন্ত্রের অভিযাত্রায় এক নব অধ্যায় বলে অভিহিত করে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সব সংসদ সদস্য জনগণের প্রত্যাশা পূরণে নিবেদিত হয়ে কাজ করবেন- এটিই জাতির প্রত্যাশা। সব সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে সংসদ পরিচালনায় সহযোগিতা চান স্পিকার।

সরকার ও বিরোধী দলে জাতীয় পার্টি একটি নতুন কনসেপ্ট : সরকার ও বিরোধী দলে জাতীয় পার্টির অবস্থানকে নতুন কনসেপ্ট হিসেবে অভিহিত করে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সংসদে বলেন, অনেকেই বলেন, জাতীয় পার্টি সরকারেও আছে বিরোধী দলেও আছে। তারা কীভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন? আমি বলতে চাই এটা একটি নতুন কনসেপ্ট। রওশন এরশাদ বলেন, সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন মন্ত্রী থাকলেও বিরোধী দল হিসেবে সংসদে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করব। আগেও অনেক বিরোধী দল ছিল। কিন্তু আমরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করব এবং খারাপ কাজের সমালোচনা করব। বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। বিরোধীদলীয় নেতা বলেন, আগে এখানে দীর্ঘদিন বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছে বিএনপি। কিন্তু এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ না করাটা দুঃখজনক। তারা অংশ নিলে নির্বাচন আরও ভালো হতো। কিন্তু কোনো দল নির্বাচনে না নিলেই যে নির্বাচন করা যাবে না তা হয় না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দশম জাতীয় সংসদ নির্বাচনে সব প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয় পার্টি অংশ নিয়েছে।

সভাপতি মণ্ডলী মনোনয়ন : স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পরিচালনার জন্য পাঁচজনকে মনোনীত করা হয়। তারা হলেন আবুল কালাম আজাদ, এইচ এম আশিকুর রহমান, সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন ও এ কে এম মাইদুল ইসলাম।

আসন বণ্টন : বর্তমান বিরোধী দলকে প্রথম সারিতে ছয়টি আসন দেওয়া হয়। দলের প্রধান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থান হতে পারত বিরোধীদলীয় নেতার আসনটি। কিন্তু অবস্থান হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদের বাম পাশে ২৮ নম্বর আসনে। নিজ চেয়ারে বসে অনেকটাই বিমর্ষ ছিলেন এরশাদ ও রওশন এরশাদ। আসন বিন্যাস অনুযায়ী, এরশাদের বাম পাশে অবস্থান হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন বাবলু। অন্যদিকে ট্রেজারি বেঞ্চে প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পাশে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলামের পর একটি আসন ফাঁকা রেখে বসেছেন অ্যাডভোকেট রহমত আলী। দ্বিতীয় সারির প্রথমে মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, রাজি উদ্দিন আহমেদ রাজু, আবদুল লতিফ সিদ্দিকী, আলী আশরাফ, সাহারা খাতুন। এ ছাড়া জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের অবস্থানও সামনের আসনে। তবে বিএনএফের আবুল কালাম আজাদ, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারির আসন পড়েছে পেছনের সারিতে।

অধিবেশনে যোগ দিলেন এরশাদ : দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বৈঠকে যোগ দিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অধিবেশন শুরুর আগেই তিনি সংসদ ভবনে আসেন। অধিবেশন কক্ষে প্রথমে তিনি প্রবেশ করেন। পরে আসেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তারা পাশাপাশি আসনে বসেন।

শোক প্রস্তাব : দশম জাতীয় সংসদের এমপি শওকত মোমেন শাহজাহান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, সাবেক আইন পরিষদ সদস্য মমতাজ আহমেদ, সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোর্শেদ ফারুকী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক জ্যেষ্ঠ সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন, সাবেক প্রতিমন্ত্রী মোছলেম উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী ও এমপি সৈয়দা রাজিয়া ফয়েজ, সাবেক হুইপ দেওয়ান নুরুন্নবী, সাবেক সংসদ সদস্য মির্জা সুলতান রাজা প্রমুখের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.