আমাদের কথা খুঁজে নিন

   

রওশনের সচিব হলেন কাজী জাফরের মহাসচিব!

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ। রওশন এরশাদ গতকাল তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। জানতে চাইলে গোলাম মসীহ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে জানান, গতকাল তাকে রওশন এরশাদ তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানান, গোলাম মসীহ দল থেকে পদত্যাগের আবেদন করেছেন। ইতোমধ্যে তা গ্রহণও করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে নতুন জাতীয় পার্টি গঠন করেন কাজী জাফর আহমদ। সেই দলের মহাসচিব ছিলেন গোলাম মসীহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.