সিলেটে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে। ৪৮ ঘন্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান না দিলে তাকে হত্যা করা হবে বলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হুমকি দেয়া হয়। এ ঘটনায় শনিবার সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন মিসবাহ উদ্দিন সিরাজ। সাধারণ ডায়েরিতে মিসবাহ উদ্দিন সিরাজ উল্লেখ করেন, গত শুক্রবার বিকেল পৌণে ৬টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে হত্যাকার হুমকি দেয়া হয়। হুমকিদাতা নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মর্তুজ আলী বলে পরিচয় দেয়। ০১৭৯০২৯৩৩৭৩ নাম্বার থেকে পাঠানো এসএমএসে উল্লেখ করা হয়- '৪৮ ঘন্টার মধ্যে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে তোমার অবস্থা হবে ভয়াবহ। মৃত্যুর জন্য তৈরি হও।' এসএমএস পাওয়ার পর গতকাল শনিবার মিসবাহ সিরাজ নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নারায়ণ দত্ত জানান, হুমকিদাতাকে সনাক্ত করতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগেও কাফনের কাপড় পাঠিয়ে মিসবাহ উদ্দিন সিরাজকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।