আমাদের কথা খুঁজে নিন

   

জ্বর হলে শরীরের তাপমাত্রা বাডে কেন ? আসুন জেনে নেই একটি মজার বিষয়।

Democracy is the government of the people, by the people and for the people-Abraham Lincoln


জীবাণু আক্রান্ত ব্যাক্তির লোহিত কণিকার প্রাচীর ভেঙ্গে রক্তরসে চলে আসে । এ অবস্থায় রক্তের শ্বেত কণিকাগুলো জীবাণু হতে আত্মরক্ষার জন্য পাইরোজেন নামক এক প্রকার পদার্থ নিঃসরণ করে। অতিরিক্ত ক্ষরণের ফলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশের স্নায়ুকেন্দ্র উত্তেজিত হয় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন,মনোঅ্যামাইন প্রভৃতি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এসব রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে মানবদেহের শরীরের প্রান্তীয় অঞ্চলের রক্তনালীগুলো সংকুচিত হয়ে পডে এবং দেহ হতে অতিরিক্ত তাপ বের হতে পারে না। ফলে দেহের তাপমাত্রা স্বাভাবিক অবস্থান হতে অনেক বেডে যায়। মানবদেহে এই তাপমাত্রা বৃদ্ধিকে বলা হয় জ্বর।



এই পোষ্টটি লিখতে সহায়তা নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক প্রাণী বিজ্ঞান বইয়ের।

আমি আবার বিজ্ঞান বিভাগের ছাত্র নই। আমার ছোট ভাইয়ের বইয়ে বিষয় টা আমার কাছে খুবই interesting মনে হয়েছে, তাই শেয়ার করলাম।

ধন্যবাদ



 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।