বিজয়ের মঞ্চটা প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কাল সেই আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলল কিউইরা। সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেল নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরিসহ টানা তিন সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। কাল হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ ড্র হওয়ায় হতাশ হয়েছিলেন কিউই অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম। তারপর টানা দুই টেস্ট জিতে দারুণ খুশি কিউই দলপতি। 'সত্যি এটি একটি অসাধারণ টেস্ট ম্যাচ। সিরিজটাই ছিল চমৎকার। তবে টেস্ট সিরিজ জিতেছি বলে আমরা সে াতে গা ভাসিয়ে দিতে চাই না। এখন আমাদের লক্ষ্য ওয়ানডে সিরিজের দিকে। রস টেলর দুর্দান্ত ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন তিনি একজন বিশ্বমানের ব্যাটসম্যান। তিনি আসলে একজন গ্রেট ক্রিকেটার। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য তাকে জানাই অভিনন্দন। তাছাড়া আমাদের দলের তরুণ বোলাররাও অনেক ভালো করেছেন। দলের অন্যান্য ক্রিকেটাররাও যে যার জায়গা থেকে ভালো করেছেন। সিরিজ জেতায় সবাইকে শুভেচ্ছা।'
অনেক দিন থেকে নিজের সেরা ফর্মে ফিরতে পারছিলেন না কিউই তারকা রস টেলর। কিন্তু এই সিরিজে তার ব্যাটেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। দাপুটে পারফরম্যান্সের পরও সে াতে গা ভাসিয়ে দিচ্ছেন না তিনি। রস টেলর বলেন, 'এই সিরিজে আমি শুধু সুচারুপে আমার কাজটাই করার চেষ্টা করেছি। তবে কাজটা মোটেও সহজ ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে এই সিরিজটা আমার জন্য ছিল সৌভাগ্যস্বরূপ। তবে নিজের পারফরম্যান্সের চেয়ে দল ২-০ ব্যবধানে সিরিজ জেতায় আমি বেশি খুশি হয়েছি। সিরিজের প্রতিটি ম্যাচেই সেঞ্চুরি করতে পারাটা ছিল আমার জন্য বিশেষ কিছু। এজন্য সতীর্থদের ধন্যবাদ। এখন আমার লক্ষ্য টেস্টের ভালো ফর্মটাকে ওয়ানডেতে টেনে নিয়ে যাওয়া। আশা করছি সেখানে আমি ভালোই করব।'
সিরিজ হেরে খারাপ লাগলেও এতে হতাশ হওয়ার কিছু দেখছেন না ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। এই সিরিজ থেকেও তিনি খুঁজে পাচ্ছেন ইতিবাচক অনেক কিছুই। ড্যারেন স্যামি বলেন, 'সিরিজ জয় করার জন্য ম্যাককালাম ও তার দলকে অভিনন্দন। তারা সত্যিই ব্যাটে-বলে আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। তবে হারলেও এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু পেয়েছি। ড্যারেন ব্রাভোর ডাবল সেঞ্চুরি, চন্দরপল ও রামদিনের সেঞ্চুরি ছিল ইতিবাচক দিক। সিরিজ হেরেছি বলেই যে, আমরা খারাপ দল তা কিন্তু নয়।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।