আমাদের কথা খুঁজে নিন

   

সারা দিন ব্যাটিংয়ের পরিকল্পনা নাসিরের

মিরপুরে তিন পেসার নিয়ে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। চট্টগ্রামে এক পেসার দিয়ে একাদশ সাজিয়ে বিস্ময়ের জন্ম দেয়। এক পেসার থাকায় একাদশে জায়গা হয় চার স্পিনার। কিন্তু ইনজুরির থাবায় মাঠের বাইরেই কাটাচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ। আঙুলে চোট পেয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের। আজ ব্যাট করতে পারবেন কি না, নিশ্চিত নয়। কেননা আঙুলের ইনজুরিতে ইতোমধ্যেই জায়গা হয়নি দুই ম্যাচের টি-২০ সিরিজে। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকের খেলার সম্ভাবনা না থাকারও পর নাসির হোসেন স্বপ্ন দেখছেন আজ সারা দিন খেলার। কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে ৫৮৭ রান করেছে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা করেছেন ৩১৯ রান। জবাবে তামিম ইকবালের উইকেট হারিয়ে বাংলাদেশ ৮৬ রান জমা করেছে স্কোর বোর্ডে। সব মিলিয়ে পিছিয়ে ৫০১ রানে। ফলোঅন এড়াতে দরকার ৩০২ রান। তৃতীয়দিনের উইকেটে কাজটা কঠিন। তারপরও স্বপ্ন দেখছেন নাসির, 'স্কোর বোর্ডের দিকে তাকালে মনে হবে আমরা খুব একটা পিছিয়ে নেই। আজ যদি আমরা সারা দিন ব্যাটিং করতে পারি, তাহলে নিশ্চিত একটা ভালো অবস্থানে থাকব।' অধিনায়ক মুশফিককে ছাড়া কাজটা অনেক কঠিন। তারপরও আশাবাদী তরুণ নাসির, 'মুশফিক ভাইয়ের অনুপস্থিতি আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। উনি আমাদের মূল উইকেটরক্ষক। শামসুর নিয়মিত নন। তাই এক-দুটি মিস করেছেন। আশা করছি কাল (আজ) মুশফিক ভাই ব্যাটিং করতে পারবেন। অবশ্য এটা একেবারে নিশ্চিত নয়।' আজ সারা দিন বাটিংয়ের পরিকল্পনা করলেও লঙ্কানরা যদি দুটি ক্যাচ মিস না করতেন, তাহলে স্কোর বোর্ডের চেহারা অন্যরকম হতেও পারত। ৩৬ রানে ব্যাট করতে থাকা ইমরুল নুয়ান প্রদীপের বদান্যতায় বেঁচে যান ব্যক্তিগত ৩১ রানে। স্লিপে শামসুর রহমানের ক্যাচ মিস করেন মাহেলা। ইমরুলের বেঁচে যাওয়া প্রসঙ্গে নাসির বলেন, 'টেস্টে ক্রিকেটে চেষ্টা করব কম ঝুঁকি নিতে। আমি জানি না ইমরুল ভাই কেন ওই শর্টস খেলতে গেলেন। হয়তো স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলেন তিনি।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.