আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরের বিএনপি নেতার খোঁজ মেলেনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক গত মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর থেকে এখনো তার কোনো খোঁজ মেলেনি। গতকাল দুপুরে দ্বিতীয়বারের মতো স্ত্রীসহ পরিবারের সদস্যরা তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ দিকে একই দাবিতে আগামীকাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলাব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল ইসলাম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতালের আহ্বান করা হয় । সংবাদ সম্মেলনে নিখোঁজ বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের পতেঙ্গার কাঠঘর এলাকার মাজার রোড আফসার বিল্ডিং থেকে মামলার অজুহাত দেখিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে নিয়ে যায় যৌথবাহিনী। এ সময় র্যাব-৭ এর গাড়ি ও র্যাব সদস্যদের বাসার নিচে অবস্থান করতে তারা দেখেছেন বলে জানান। পরবর্তীতে সকালে র্যাব-৭ এর অফিসে ও পতেঙ্গা মডেল থানায় খোঁজ নিতে গেলে তারা এ বিষয় অস্বীকার করেন। থানায় জিডিও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফারুকের ছোট ভাই মনিরকে হত্যা করেছে সন্ত্রাসীরা । এরপর থেকে ফারুক কখনো এলাকায় যেতে পারেননি, সন্ত্রাসীদের হুমকির কারণে মেয়ের লেখাপড়া বন্ধ করে দেওয়া ও ছেলেকে ঢাকায় ভর্তি করা হয়েছে। বর্তমানে ছেলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তার স্বামী ও এসব শিশুদের বাবাকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মেয়ে ফারহানা আক্তার প্রমী বলেন, শুধু বাবাকে দেখতে চাই। বাবাকে না ফেলে আমাদের বেঁচে থাকার কোনো মূল্য নেই। নিখোঁজ বিএনপি নেতার শ্যালিকা জোবেদা বেগম জানান, আমার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী দুলাভাই ফারুককে গ্রেফতার করেছে_ এ ব্যাপারে আমরা নিশ্চিত। এদিকে দলীয় নেতা নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার অভিযোগ ও তার মুক্তির দাবিতে জেলাব্যাপী হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। লক্ষ্মীপুরের ৪ সাবেক এমপি ও বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আশ্রাফ উদ্দিন নিজাম ও নাজিম উদ্দিন আহমদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সন্ধ্যার মধ্যে বিএনপি নেতা ওমর ফারুককে তার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে শনিবার অর্ধ দিবস হরতাল পালনের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.