আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপে নড়াইলে বি

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের জন্য আওয়ামী লীগের তৃণমূল ভোট গ্রহণ শেষে গতকাল দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে নয়জনকে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত হারুনুর রশিদকে পাঠানো হয়েছে সদর হাসপাতালে। এ নিয়ে মহম্মদপুর উপজেলা সদরে উত্তেজনা চলছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের জন্য গতকাল দিনব্যাপী তৃণমূল কাউন্সিলরদের ভোট নেওয়া হয়। ভোটে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানীর ছেলে গোলাম খোরশেদ শুভ্র ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান উভয়ই ৭১টি করে ভোট পান। এ অবস্থায় কাউকে বিজয়ী ঘোষণা না করে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে ভোট গ্রহণের দায়িত্বে থাকা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম ও জেলা নেতারা মাগুরায় চলে আসেন। তারা যাওয়ার পর বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মহম্মদপুর থানার ওসি জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সহিংসতা এড়াতে মহম্মদপুর বাজারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে, নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আশজাদুর রহমান মিঠুর পোস্টার ছেঁড়ার জেরে গতকাল দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে অন্য প্রার্থী, কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নওয়াবুল আলমের সমর্থকরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এ'বং জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। চেয়ারম্যান প্রার্থী আশজাদুর রহমান মিঠুর ভাই জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, 'নওয়াবুল বিএনপির কেউ নন। দলীয় সিদ্ধান্তের বাইরে এসে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।' অন্যদিকে, নওয়াবুল আলম বলেন, 'জাহাঙ্গীর আলম একের পর এক তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। তিনি তার লোক দিয়ে দলীয় কার্যালয়ে আমার মোটরসাইকেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছেন। এসব কারণে তাকে কালিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.