আমাদের কথা খুঁজে নিন

   

মিলনের বিরুদ্ধে মামলার বাদী গরু চুরির দায়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী আহসান হাবীবকে শুক্রবার রাতে সহদেবপুর ইউনিয়নে গরু চুরির সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এলাকাবাসী জানায়, ৩ নম্বর পূর্ব বিতারা ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের আফসার উদ্দীনের ছেলে আহসান হাবীব শুক্রবার রাতে সহদেবপুর ইউনিয়নের দোহাটি গ্রামের বিল্লাল বেপারীর বাড়িতে গরু চুরি করে যাওয়ার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। ওই রাতে সে হুমায়ুন প্রধান, ডলি আক্তার, দিলীপ ও মবিন ভূইয়ার বাড়িতেও পানির মোটর, মোবাইল চুরি করেছে বলে জানায়। এলাকাবাসী আহসান হাবীবকে আটক করে পুলিশে দিলে গতকাল তাকে কোর্টে চালান দেওয়া হয়। কচুয়া থানায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। আহসান হাবীব ২০১১ সালের ৪ জুন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে জিআর-১৬৪ মামলার বাদী বলে জানা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.