আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবেশীর প্রতি ঘৃণা

সুশিক্ষিত জাতির প্রত্যাশায়

আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকেন তিনি আমার প্রতিবেশী । কিংবা আমাদের আশেপাশের বাড়িতে যারা থাকেন তারাও আমাদের প্রতিবেশী । এক এক মানুষের চিন্তা ভাবনায় ভিন্নতা থাকতেই পারে । তাই সে তার স্বাধীনতা অনুযায়ী , রূচিমাফিক যা খুশি করতেই পারেন । শুধু দেখতে হবে যে তার আশেপাশে যারা আছে তাদের ক্ষতি না হলেই হয় ।

তা সে ছোট হোক , আর বড় হোক । দুর্বল হোক , আর সবল হোক । সবই চায় তার সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে বন্ধুত্ব পূর্ন স্থিতিশীল একটা সু-সম্পর্ক । তবে সবইতো আর এক হতে পারে না , কারো কারো মাঝে চুলকানি থাকেই । বিশেষ করে যাদের চাপার জোর আর গায়ের জোর বেশি , তারা দুর্বলদের উপর একটু তাড়াতাড়িই প্রভাব খাটাতে চেষ্টা করে ।

তবে তাতে যে খারাপ ফলাফল আসতে পারে , তা তাদের মাথায় থাকে না । একটা ব্যাপার , যখন কারো গায়ে খুব জোর , সে আপনাকে হয়তো দুর্বল মনে করে সুই এর খোচা দিয়ে আপনাকে জ্বালাতে থাকবে । আপনি অসহ্য হয়ে যখন তার গায়ে ছুড়ির খোচা দিয়ে বসবেন , তখন তার হুশ আসবে । তার আগে যতই সতর্ক করা হোক , গ্রাহ্যই করবে না ।

যাই হোক , যে কথা আসলে বলতে চাই তা হলো আমাদের দেশের ও এক নিকট প্রতিবেশী রাষ্ট্র আছে ।

তাদের অবস্থা কি তা তো দেখাই যাচ্ছে । দেশের সরকার হয়তো এখন তাদের জন্য সুবিধাজনক । তাই তারা এখন প্রতিবেশী দেশের জনগনের কোনো রিএকশনেই গুরুত্ব দিচ্ছে না । আসলে এইগুলা সব সাবধান বানী । ছুড়ির খোচাটা যখন গায়ে পড়বে , তখন হুশ হবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.