১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। এ উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বেতারের সর্বস্তরের কলা-কৌশলীদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় সব বেতারকর্মী ও শ্রোতাসহ শাহবাগে জাতীয় জাদুঘর থেকে এক বর্ণাঢ্য র্যালি। এ ছাড়া সকালে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে যুগ যুগ ধরে নানা সময়ে ব্যবহৃত দেশি-বিদেশি ৪৫০টি অতি প্রাচীন রেডিও সেটের আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন। বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং এফএম রেডিও যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য সচিব মরতুজা আহমদ বিশেষ অতিথি থাকবেন। বিজ্ঞপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।