যশোরে প্রতিবন্ধী ছেলের হাতে খুন হয়েছেন ওজিউল্লাহ নামের এক বৃদ্ধ। শুক্রবার রাতে একই ঘটনায় মা ফাতেমা বেগমকেও পিটিয়ে আহত করে সে। পুলিশ প্রতিবন্ধী আলাউদ্দিনকে আটক করেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, যশোর শহরের উত্তর বারান্দি মাঠপাড়া এলাকার বাসিন্দা ওজিউল্লাহ শুক্রবার রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমোতে যান। এর প্রায় এক ঘণ্টা পর ছেলে আলাউদ্দিন হঠাৎ লোহার রড দিয়ে ওজিউল্লাহর মাথায় আঘাত করে। স্বামীকে রক্ষা করতে গিয়ে এ সময় স্ত্রী ফাতেমা বেগমও ছেলের হাতে আহত হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান ওজিউল্লাহ। গতকাল সকালে পুলিশ ওই বাড়ি থেকে আলাউদ্দিনকে আটক করে। নিহতের আরেক ছেলে আতাউর রহমান জানান, আলাউদ্দিন মানসিক প্রতিবন্ধী। হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।