মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় পুলিশ সদস্য ও দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় বরগুনায় দুই মোটরসাইকেল আরোহী এবং মাদারীপুর, কুমিল্লা, সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে নিহত হয়েছেন একজন করে। বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ২০ যাত্রী।
শ্রীমঙ্গল : ঢাকা-সিলেট মহাসড়কের ভূ-নবীর এলাকায় মঙ্গলবার রাতে প্রাইভেটকার চাপায় পুলিশ সদস্য আবদুল লতিফ নিহত হয়েছেন। লতিফ সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়া গ্রামে। দিনাজপুর : বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে গতকাল ট্রাক্টরের ধাক্কায় ব্যবসায়ী হেলাল নিহত হয়েছেন। হেলাল বীরগঞ্জের সাতখামার গ্রামের দারোগ আলীর ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী। মাদারীপুর : কালকিনি উপজেলার ডাসার থানার বাঁশতলায় মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন শ্রমিক আবদুল শেখ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইয়ুব আলীর ছেলে। আবদুল শেখ বাঁশতলা এলাকায় নির্মাণাধীন সেতুর কাজে নিয়োজিত ছিলেন। বরগুনা : আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা নামক স্থানে গতকাল বাসচাপায় মোটরসাইকেল আরোহী জালাল ও সিদ্দিক ফকির নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক হাসান। হতাহতদের বাড়ি তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামে। কুমিল্লা : চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানচাপায় কাঠমিস্ত্রি নবী হোসেনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : তালায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় মোশারফ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পাটকেলঘাটা-দলুয়া সড়কের টিকারামপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। নিহতের নাম জহিরুল ইসলাম। তিনি ফতুল্লার বাসিন্দা। বরিশাল : গৌরনদী উপজেলার বার্থী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ওপর আছড়ে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।