ঈদের পর ঢাকাগামী যাত্রীরা পাটুরিয়া ঘাটে এসে পড়ছে বিপাকে। গাড়ির সংকট না থাকলেও অতিরিক্ত যাত্রী দেখে বাসের লোকজন ভাড়া আদায় করছে কয়েকগুণ। প্রতিবাদ করেও কোনো সমাধান না হওয়ায় অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রীরা বাসে যেতে বাধ্য হচ্ছে। ঈদের ছুটি শেষ হলেও হরতালের কারণে অনেকেই তাদের কর্মস্থলে ফিরতে পারেননি। তাই গতকাল যাত্রীদের ছিল উপচেপড়া ভিড় । এ সুযোগকে কাজে লাগিয়ে বাসের লোকজন ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। সরেজমিনে দেখা যায় পাটুরিয়া থেকে গাবতলীতে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। যেখানে ভাড়া ১০০ টাকা থেকে ১২০ টাকা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।