আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে স্থিতিশীলতা চায় ভারত : প্রণব

ভারত চায় বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকুক, বাংলাদেশ সমৃদ্ধ ও শক্তিশালী হোক। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই জানালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার দিলি্লতে রাষ্ট্রপতি ভবনে এই দুজনের বৈঠক হয়। পরে রাষ্ট্রপতির প্রেসসচিব ভেনু রাজমনি রাষ্ট্রপতির বিবৃতি উদ্ধৃত করে সাংবাদিকদের জানান, 'প্রণব মুখোপাধ্যায় বলেন, ভারত চায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটুক, আর এ কাজে প্রতিবেশী দেশকে সর্বতোভাবে সাহায্য করবে ভারত। ভারত চায় এই প্রতিবেশী দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, একই সঙ্গে স্থিতিশীলতা বজায় থাকুক।' ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার ভারতে আসেন শিরীন। দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে ভারতে এসেছেন সেদেশের প্রথম মহিলা স্পিকার শিরীন শারমিন। 'দ্বিতীয়বারের জন্য জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিনকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে ভারত।' 'দুই দেশের অভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও শিরীনের সঙ্গে আলোচনায় তুলে ধরেন ভারতীয় রাষ্ট্রপতি। ভারত-বাংলাদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক মেলবন্ধনে এই দুই দেশের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একে অপরের পরিপূরক হতে পারে বলেও মনে করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, ভারত চায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একজন গুরুত্বপূর্ণ অংশীদার হতে।' গত বছরের শেষদিকে তার বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন 'এই দুই প্রতিবেশী দেশই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে।' ভারতীয় রাষ্ট্রপতি বলেন, ভারত এবং বাংলাদেশের সংসদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুই দেশই সংসদীয় বন্ধুত্ব গঠন করেছে। একই সঙ্গে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। এতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও ভারতীয় রাষ্ট্রপতির বিশ্বাস।'

অন্যদিকে স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.