আমাদের কথা খুঁজে নিন

   

সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে

নতুন সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি গতকাল পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বিরোধী দলের প্রতি অভিযোগ করে বলেন, তাদের ডাকা হরতাল ও অবরোধের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এ কারণে অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না। উন্নয়ন কার্যক্রম তার স্বাভাবিক গতিতে চলবে। দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, যেসব মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন। তাদের মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে। দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিরুদ্ধে দুদকও কাজ করছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ৫০ জন মন্ত্রী ও এমপির সম্পদ বিবরণী শীঘ্রই দুদকে পাঠানোর জন্য চিঠি পাঠানো হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.