আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ***

জামালপুরের নারিকেলী এলাকায় সড়ক সংস্কারের দাবিতে শনিবার জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৫ শতাধিক এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জামালপুরের নারিকেলী থেকে কেন্দুয়া কালীবাড়ি সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। সংস্কারের নামে স্থানীয় এলজিইডি এই সড়কের বিভিন্ন স্থানে গর্ত খুঁড়ে রাখায় এবড়োখেবড়ো হয়ে পড়ে আছে সড়কটি। গতকাল বৃষ্টির সময় সড়কে পানি জমে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টায় নারিকেলী বাজার এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টায় এলাকাবাসী অবরোধ তুলে নিলে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.