আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত সংবাদ সম্পর্কে সড়ক বিভাগের ব্যাõ

'মেট্রোরেলে পরামর্শক নিয়োগে অনিয়ম' শিরোনামে গত শনিবার বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সড়ক বিভাগ। সড়ক বিভাগ তাদের ব্যাখ্যায় বলেছে, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে পরামর্শক নিয়োগে কোনো অনিয়ম হয়নি। তাই প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিমূলক। প্রকাশিত সংবাদটিতে যে ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে তাও সঠিক নয়।

ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থা নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও দ্রুতগামী করার লক্ষ্যে সরকার মেট্রোরেল প্রকল্প গ্রহণ করে এবং তা একনেক কর্তৃক অনুমোদিত হয়। একনেকে অনুমোদনের পরিপ্রেক্ষিতে মেট্রোরেলের বিস্তারিত নকশা তৈরি ও নির্মাণ কাজ তদারকির জন্য জেনারেল কনসালটেন্ট নিয়োগের নিমিত্তে ইওআই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। প্রস্তাব মূল্যায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি কর্তৃক মূল্যায়নের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূল্যায়ন কমিটি দাতা সংস্থার গাইডলাইন অনুসরণ করে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন এবং মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে দাতা সংস্থার সম্মতি নিয়ে তা চূড়ান্ত করে। মূল্যায়নকালীন সময়ে একটি বেসরকারি সংস্থা বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ দাখিল করে। প্রাপ্ত অভিযোগ মূল্যায়ন কমিটি কর্তৃক পর্যবেক্ষকদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনাপূর্বক নিষ্পত্তি করা হয়। দেশের প্রচলিত বিধি-বিধান, দাতা সংস্থার গাইডলাইন এবং পর্যবেক্ষকদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন সমাপ্ত করা হয়। নির্বাচিত জেনারেল কনসালটেন্টের সঙ্গে ১৯ নভেম্বর ২০১৩ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান শীঘ্রই কাজ শুরু করবে বলে আশা করা যায়। এতে আরও বলা হয়, ২০১৯ সালে ঢাকা শহরে মেট্রোরেল যাত্রা শুরু করবে। এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই দেশের স্বার্থে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.