রংপুরের বদরগঞ্জে ট্রাকচাপায় এক পল্লী চিকিৎসক ও ফরিদপুর বাস নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত হয়েছেন। গোপালগঞ্জ, মৌলভীবাজার ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এ ছাড়া রাঙামাটিতে দুই সাংবাদিক ও টঙ্গীতে ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বদরগঞ্জ : নাগেরহাট-ফুলবাড়ী সড়কে গতকাল ট্রাকচাপায় পল্লী চিকিৎসক তহুমুল হক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতাসন এলাকার ইব্রাহিম সৈয়দের ছেলে। নাগেরহাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর : নগরকান্দার বাসাগাড়ী নামক স্থানে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কলেজছাত্রী মুনমুন নিহত হয়েছেন। মুনমুনের বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গোপালগঞ্জ : গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শানপুকুরিয়ায় গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতপাড় সরকারি কাজী নজরুল কলেজের সাবেক ভিপি সুব্রত রায় নিহত ও দুজন আহত হয়েছেন। মারাত্দক আহত উজ্জ্বল ও অনাবিলকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার : সদর উপজেলার শেরপুরে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আমেনা বেগম নামে এক নারী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। আমিনা সদর উপজেলার আখাইলকুরা গ্রামের মনির মিয়ার স্ত্রী। গাজীপুর : কালিয়াকৈরে চন্দ্রা হরতকিচালা এলাকায় রবিবার রাতে বাস উল্টে মরিয়ম বেগম নামে এক নারী নিহত ও আহত হয়েছেন ৮ জন। মরিয়ম রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের খালিলুর রহমানের স্ত্রী। রাঙামাটি : উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই সংবাদ কর্মী। তারা হলেন, বাংলা ভিশনের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ ও এশিয়ান আলমগীর মানিক। টঙ্গী : গাজীপুরা এলাকায় গতকাল ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় টেম্পো উল্টে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা হলেন হাবিলদার তাজুল ইসলাম ও কনস্টেবল রেফায়েত উল্লাহ। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।