বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে জমি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর অগি্নসংযোগ করা হয় ২০-২৫টি বাড়ি-ঘর। সিরাজগঞ্জে দুই গ্রুপের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া মাগুড়া ও যশোরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মাদ্রাসাছাত্রসহ দুইজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : শিবগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে দুই পরিবারের সংঘর্ষে শাহজালাল নামে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। জালাল উপজেলার বিহার মিঞাপাড়ার ফজলার রহমানের ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে ফজলার রহমানের বাড়ির কয়েকটি শিশু খেলতে গিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের পরিবারের শিশুদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে। এর জেরে আফজালের সমর্থরা গতকাল ফজলারের বাড়িতে হামলা করতে যান। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কিশোরগঞ্জ : ভৈরব উপজেলার রামশংকরপুরের মাছিমপুর গ্রামে গতকাল জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সজীব আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। এ সময় প্রতিপক্ষের হামলায় ২০-২৫টি বাড়ি-ঘর ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়। মাছিমপুর গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে একই বাড়ির সাদ্দাম মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। মাগুরা : শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মঙ্গলবার রাতে নিহত হয়েছে মাদ্রাসাছাত্র মিকাইল হোসেন। মিকাইল মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানের ছেলে। তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির একপর্যায়ে মঙ্গলবার দুপুরে জে আর পরিবহন কাউন্টারের কর্মচারী আজিজার মিকাইলকে কুপিয়ে জখম করে। যশোর : সন্ত্রাসী হামলায় আহতের চার দিন পর গতকাল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে দিপু নামে এক যুবকের। দিপু যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার আবদুল ওহাবের ছেলে।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় পাতা কুড়ানোকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। মামুন উল্লাপাড়া পৌর এলাকার আবদুস সালামের ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে। এরা হলো_ ফারুক, আলিম ও আবদুল জলিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।