এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বিভিন্ন দেশের মোবাইল ফোনের কথোপকথনে আড়িপাতার ঘটনায় উদ্বেগ জানিয়ে অ্যাঙ্গেলা সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করার পরামর্শ দেন।
সাপ্তাহিক পডকাস্টে অ্যাঙ্গেলা জানান, বুধবার ফ্রেন্স প্রেডিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সঙ্গে ইউরোপের সাইবার নিরাপত্তা বিষয়ে তিনি কথা বলবেন। এতে দেশের অভ্যন্তরে ইমেইল ও অন্যান্য ডেটা আদানপ্রদানে যুক্তরাষ্ট্রের আড়িপাতা এড়িয়ে চলার সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করা হবে।
এনএসএর আড়িপাতা বিষয়ে এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও এনএসএ-র নজরদারীর বাইরে নন।
এ তথ্য প্রকাশের পর ইউরোপের সাধারণ মানুষের মোবাইল ফোনে কথোপকথন ও অনলাইনে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে যাতে এনএসএ আড়িপাততে না পারে সে ব্যাপারে ইউরোপিয়ান কমিউনিকেশন নেটওয়ার্ককে কঠোরতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সাইবার সিকিউরিটি বিষয়ক পদক্ষেপে জার্মানির চ্যান্সেলর ফ্রান্সের সরকারকে যে আহবান জানিয়েছেন তাতে প্যারিসের সমর্থন থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।