আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন শিডিউল বিপর্যয়ের নেপথ্যে

ট্রেনের শিডিউল প্রায় চার মাসেও নিয়ন্ত্রণে আনতে পারেনি রেল কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটসহ বিভিন্ন স্থানে চলাচলরত ট্রেনের শিডিউল এখনো এলোমেলো। এতে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। তবে রেলওয়ের পরিচালক (ট্রাফিক) শাহ জহুরুল হক বলেন, শিডিউল আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন স্থানে রেল লাইনের ওপর ব্রিজ মেরামত ও ঘন কুয়াশার কারণে কিছু অসুবিধায় রয়েছে। শীঘ্রই ট্রেন শিডিউল স্বাভাবিক হয়ে আসবে। জানা যায়, দেশে রাজনৈতিক সহিংসতায় ২৫ অক্টোবর থেকে বিএনপি জোট সরকারের আন্দোলনে রেলে অগি্নসংযোগ, স্লিপার উপড়ে ফেলা, লাইনচ্যুত করে রাখাসহ নানা সমস্যার মধ্যে রেল চলাচল করেছে। এতে যাত্রীদের সুবিধার জন্য এবং গাড়ি চলাচল বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় 'অ্যাডভান্সড পাইলটিং সিস্টেম' এর মাধ্যমেও ট্রেন চালানো হয়। বর্তমানে পাইলটিং প্রত্যাহারের পরও শিডিউল স্বাভাবিক হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.