দুই ম্যাচের টেস্ট সিরিজে ড্র ছিল নিউজিল্যান্ডের জন্য পরাজয়েরই সমতুল্য। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তো সত্যি সত্যিই পরাজিত হলো নিউজিল্যান্ড। দ্বিতীয়বারের মতো টাইগারদের হাতে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই আজ সফরের শেষ ম্যাচ খেলতে নামছে ব্ল্যাক ক্যাপসরা। তবে ফেরার সময় বিজয়ের অনুভূতি সঙ্গে নিয়েই ফিরতে চায় নিউজিল্যান্ড। গতকাল সংবাদ সম্মেলনে টিম সাউদি জানালেন, অন্তত শেষ ম্যাচটা জিততে চান তারা। হতাশা ভুলতে চান।
'আমরা কোনো সিরিজ জিততে না পেরে সত্যিই হতাশ। তবে এখানে আমাদের তরুণরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। আর আমরা টি-২০ ম্যাচটার দিকেই তাকিয়ে আছি। ফেরার সময় বিজয়ের অনুভূতিই সঙ্গে নিতে চাই।' টিম সাউদি একমাত্র টি-২০ ম্যাচ জেতার কথা সাহসী গলায় বলতেই পারেন। আগের দুই ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছেন তারা। একটিতে ১০ উইকেটে, অপরটিতে ৫৯ রানে! তবে টি-২০তে নিউজিল্যান্ডের ম্যাচ উইনার ব্রেন্ডন ম্যাককালাম আজ খেলছেন না। টাইগারদের জন্য ম্যাককালামের অনুপস্থিতি যতটাই সুখের, নিউজিল্যান্ডের জন্য ততোটাই দুখের। নিউজিল্যান্ড অবশ্য এখন হতাশা ঢাকার জন্য কেবল মাত্র একটা জয় চাইছে। সাউদি বলছেন, 'আমরা এই ম্যাচটার জন্য প্রস্তুতি নিয়েছি। তরুণরা টি-২০ ম্যাচ নিয়ে উত্তেজিত হয়ে আছে।' নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচটার গুরুত্ব অনেক। আগামী ১০ নভেম্বর থেকে তাদেরকে খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও তারা দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে লঙ্কানদের সঙ্গে। উপমহাদেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে ব্যর্থতার হতাশা নিয়ে শ্রীলঙ্কা গিয়ে খেলাটা তাদের জন্য আরও কঠিন হবে। সাউদি অবশ্য স্বীকার করছেন, 'এই কন্ডিশনে খেলা সত্যিই কঠিন।' আজ এই কঠিন অবস্থার মধ্য দিয়েই নিউজিল্যান্ড আরও একবার পরাজিত হয় কিনা তাই এখন দেখার বিষয়। বাংলাদেশের ট্রফি উৎসব তো এখনো বাকি। শেষ ম্যাচটা জয় করলে উৎসবে যোগ হবে বাড়তি আরেকটি রঙ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।