আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষার শিডিউল

বিরোধী দলের টানা চার দিনের হরতালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি আরেক দফা রদবদল হলো। হরতালের কারণে চলতি বছর ২০ লাখ শিক্ষার্থীর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুতেই হোঁচট যায়। প্রথম দুই দিনের পরীক্ষা স্থগিত করে বন্ধের দিনে পরীক্ষা নিয়ে ক্ষতিপূরণের চেষ্টা চলে। গতকাল থেকে শুরু হওয়া চার দিনের হরতালের কারণে নিম্ন মাধ্যমিক পর্যায়ের এই দুই পরীক্ষার শিডিউল আবারও পিছিয়ে গেল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১০ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ১১ নভেম্বরে যে পরীক্ষা হওয়ার সময়সূচি ছিল তা ১৬ নভেম্বর নেওয়া হবে। ১২ নভেম্বরের পরীক্ষা নেওয়া হবে ২১ নভেম্বর।

নিম্নমাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষার শিডিউলে বারবার পরিবর্তন ও হরতালসহ রাজপথের সহিংসতা শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে। পর পর পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা খাওয়া-দাওয়া ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না। পরীক্ষার্থীরা প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হচ্ছে। তাদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছে। মনোবিজ্ঞানীদের মতে, শিশুদের ওপর চাপ বৃদ্ধি পেলে তা মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে। পরীক্ষার ফলাফলেও তার অশুভ ছাপ পড়ছে। পরীক্ষার্থীরা অনেক জানা প্রশ্নের জবাব দিতেও ভুল করছে। আমরা এ কলামে ২০ লাখ পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু আমাদের রাজনীতিকদের কাছে শিক্ষার গুরুত্ব সম্ভবত তাদের রাজনৈতিক স্বার্থের চেয়ে কম। তারা হয়তো মনে করেন, এ জাতির ভবিষ্যতের জন্য শিক্ষা নয় সাংঘর্ষিক রাজনীতিই প্রয়োজন। নির্বাচন-সংক্রান্ত মতপার্থক্য যেখানে আধা ঘণ্টার ইতিবাচক সংলাপের মাধ্যমেই নিরসন করা সম্ভব সেদিকে না গিয়ে তারা নিজেদের শক্তি প্রদর্শন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা, চার কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সব কিছু বিপন্ন করে তুলছেন। এই বিকারগ্রস্ত

মানসিকতার অবসান হওয়া দরকার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.