আমাদের কথা খুঁজে নিন

   

ভুল শুধরে খেলতে চায় টাইগাররা

প্রথম ওয়ানডে হারের রাতটি কেমন কেটেছিল ক্রিকেটারদের? ঘোর লাগা, না দুঃস্বপ্নের যন্ত্রণায় ভেঙে যাচ্ছিল বারবার। উত্তর বলতে পারবেন একমাত্র ক্রিকেটাররাই। তবে নরক যন্ত্রণায় ভুগেছেন ক্রিকেটপ্রেমীরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য ক্রিকেটপ্রেমীদের আবারও স্বপ্ন দেখার কথা বলেছেন অভিষেকের পর টানা দুই হাফসেঞ্চুরি তুলে নেওয়া শামসুর রহমান শুভ। জানিয়েছেন, ভাগ্য সহায়ক হলে পরের দুটি ম্যাচ জিততে পারে টাইগাররা। ৬৭ রানে ৮ উইকেট তুলে নেওয়ার পর যে কেউই ভাবছিলেন, প্রথমবারের মতো শয়ের নিচে বেঁধে ফেলবে দ্বীপরাষ্ট্রকে। কিন্তু সাকিব, নাসিররা ক্যাচ মিসের মহড়ায় মেতে উঠলে স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবতার তীব্র কষাঘাতে জর্জরিত হয়। থিসারা পেরেরা তিন তিনবার জীবন পেয়ে ৮০ রানের ইনিংস খেলে দলকে ১৮০ রান পর্যন্ত নিয়ে যান। তার পিছনে দৌড়াতে যেয়ে প্রায় জয়ের বন্দরে চলে এসেছিল টাইগাররা, কিন্তু অহেতুক আত্মাহূতি দেওয়ায় টাইগারদের ইনিংস থেমে যায় ১৬৭ রানে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। এবার আর সেই ভুলগুলো করতে চায় না টাইগাররা। ভাগ্যেও সহায়তা চাইলেন অভিষেকের পর ২৫, ৯৬ ও ৬২ রানের ইনিংস খেলা শামসুর, 'এখনো দুটি ম্যাচ বাকি আছে। আগের তিন ম্যাচে আমরা ভালো খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের সহায়ক ছিল না। হুট করে অনেকগুলো ভুল আমরা করে ফেলেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.