আমাদের কথা খুঁজে নিন

   

রেজ্জাককে দিয়েই শুদ্ধিকরণে যাত্রা শুরু সù

চিরকালই সত্য কথা মুখের ওপর বলার সাহস দেখিয়ে এসেছেন সিপিআইএমের দাপুটে সংখ্যালঘু নেতা রেজ্জাক মোল্লা। নন্দীগ্রামের ঘটনা থেকে দলের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ শুরু। তার আগে অবশ্য সিঙ্গুর ইস্যুতেও বুদ্ধদেব ভট্টাচার্যের সরাসরি সমালোচনা করতে পিছপা হননি তিনি। শেষ পর্যন্ত বর্ষীয়ান এ নেতাকে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম।

বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাতে দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে_ 'গুরুতর দলবিরোধী কার্যকলাপ ও দলের ভাবমূর্তিকে জনসম্মুখে হেয় করার অভিযোগে অভিযুক্ত রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হলো'। তবে দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও বিন্দুমাত্র বিচলিত নন রেজ্জাক মোল্লা। দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। স্বভাবসুলভ ভঙ্গিতে তার প্রতিক্রিয়া_ 'মোস্ট ওয়েলকাম'। ২০১১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ভরাডুবির পর থেকে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগতে থাকেন রেজ্জাক। তার নিশানা থেকে বাদ যাননি দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত থেকে শুরু করে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দলের রাজ্য সম্পাদক বিমান বসুসহ আলিমুদ্দিনের শীর্ষ নেতারা। দলের শোচনীয় পরাজয়ের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন রেজ্জাক। এর পাশাপাশি দলের বর্তমান নেতৃত্ব বদলের ব্যাপারেও জোর সওয়াল করেন তিনি। এ ব্যাপারে তাকে বারবার দল থেকে সতর্ক করা হয়েছিল। একাধিকবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও কোনোভাবেই রেজ্জাককে বশে আনতে পারেননি দলের নীতিনির্ধারকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.