আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

কুড়িগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আহত হয়েছেন শিক্ষার্থীসহ ২৫ জন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক মহিলার এবং চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর। বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন কলেজছাত্রী। গাইবান্ধায় ট্রলিচাপায় মৃত্যু হয়েছে একজনের। প্রতিনিধিদের পাঠানো খবর_

কুড়িগ্রাম : সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকায় গতকাল বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার কুমরপুর গ্রামের শাহ আলম ও নুরুজ্জামান। সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া জোড়পুল এলাকায় গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আহত হয়েছেন কলেজ শিক্ষার্থীসহ ২৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে বুধবার রাতে ট্রাকচাপায় ডলি বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ডলি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। চাঁদপুর : হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় মহসিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মহসিনের সঙ্গে থাকা বাবুল মিয়া। বরিশাল : সদর উপজেলার খয়রাবাদ সেতুর ঢালে গতকাল ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী পপি আক্তার নিহত হয়েছেন। পপি ঝালকাঠির নলছিটির অনুরাগ গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে ও নলছিটি ডিগ্রি কলেজের ছাত্রী। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরের শোলাগাড়ি এলাকায় গতকাল ট্রলিচাপায় আবদুল কাফি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কোচাশহর ছয়ঘড়িয়া গ্রামের লালুগাছুর ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.