চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিমবাজার ও নৌ-বন্দরের যাত্রীবাহী লঞ্চে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। মেহেরপুর সদরের শ্যামপুর বাজার এবং গাজীপুর মহানগরের হাজিবাগে একটি বাড়িতে পৃথক অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় সোয়া চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর_
চাঁদপুর : হাজীগঞ্জের পশ্চিম বাজারে গতকাল দুপুরে অগি্নকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ২০ জন আহত হয়েছে। অগি্নকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অপরদিকে চাঁদপুর নৌ-বন্দরে নোঙ্গর করা এমভি ঈগল-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় এ লঞ্চের স্টাফসহ ১৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অগি্ন বিনাশ জাহাজ ও চাঁদপুর উত্তর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। লঞ্চ কর্তৃপক্ষের দাবি, অগি্নকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মেহেরপুর : সদর উপজেলার আমঝুপি ইউপির শ্যামপুর বাজারে গতকাল দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তারা। গাজীপুর : গতকাল দুপুরে মহানগরের হাজিবাগ এলাকার বিপ্লব চন্দ্র মণ্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগি্নকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে জয়দেবপুর দমকল বাহিনীর কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই বাড়ির ৫টি কক্ষ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।