পুরোণো কোন ক্ষত—টেনে আনা নিয়ত,
আর কিছু নয়—সময়ের অপচয়
যে আসে না ফিরে —কেন ঘিরে থাকা হয়
গোপন সে স্মৃতি করে বিষাদে পরিণত।
গিয়েছিলে বহুদূর হাতে রেখে হাত
মনের গহীনে সুখের নদী বয়েছে—
সুখ পাখি তাতে ঠিকানা খুঁজে পেয়েছে—
অবাক নয়নে সৃজেছো জোছনা রাত ।
কেন ভেবে ভেবে শুধু মিছে অপচয়!
নতুন কোন নীড়ে সুখের কাব্য ঘিরে—
বন্ধুর সে পথ হেটে দূর থেকে দূরে—
এভাবেই সুখ-পাখি নিত্য পরিণয় ।
ভাঙা—গড়ার কাব্য নিত্য চলছে
মানুষ নিয়ে সে পুতুল খেলা খেলছে ।
বি দ্র : শুভকামনা তোমাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।