আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের শাস্তি কমানোর প্রশ্নই ওঠে না

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন নাজমুল হাসান পাপন। সভাপতি হয়েই বসে পড়েছেন উত্তপ্ত চেয়ারে। তারপরও চেষ্টা করছেন সমস্যাগুলোর সমাধান করতে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন দ্বি-স্তরবিশিষ্ট ক্রিকেট নিয়ে। যদি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই 'দ্বি-স্তরবিশিষ্ট' টেস্ট প্রস্তাবটি পাস হতো, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনা শেষ হয়ে যেত। ক্রিকেট কূটনীতিতে সেটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন বিসিবি সভাপতি। এর আগে টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজ আয়োজনে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল, সেটাও বেশ ভালোভাবে সামাল দিয়েছেন তিনি। সব সামাল দিয়ে যখন হাফ ছাড়ার কথা, তখনই বিপাকে পড়েছেন দল নিয়ে। সামাল দিতে হচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। অবশ্য কাল তিনি স্পষ্ট করেই বলেছেন, তার কাছে শৃঙ্খলা আগে। শাস্তি কমানোর প্রশ্নই উঠে না।

গত বছর বেশ ভালোভাবেই পার করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ড্র করেছিল একটি টেস্ট এবং ড্র করেছিল ওয়ানডে সিরিজ। সেই দ্বীপরাষ্ট্রের বিপক্ষে এবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে টি-২০ ও ওয়ানডে সিরিজে। এই বাজে পারফরম্যান্সের ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'আমি খেয়াল করে দেখেছি, দল কোথায় যেন ছন্দ হারিয়ে ফেলেছে। এই সমস্যার কথা আমি জিম্বাবুয়ে সিরিজ থেকেই বলে আসছিলাম সবাইকে।'

শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময় অশালীন, অভদ্র, অভব্য আচরণ করেন সাকিব। যাতে হেয় হয় পুরো দেশ। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের এমন আচরণে বিব্রত বিসিবি ২৪ ঘণ্টা পেরোনোর আগেই শাস্তি দেয় সাবেক অধিনায়ককে। নিষিদ্ধ করে তিন ওয়ানডে ও জরিমানা করে ৩ লাখ টাকা। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে পারেননি সাকিব। পারছে না এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে। দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার, তাই অধিনায়ক, কোচ জারগেনসন বিসিবি সভাপতির সঙ্গে দেখা করে শাস্তি মওকুফের অনুরোধ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.