পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আইনগত শর্ত পূরণ না হওয়ায় মঙ্গলবার পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত করে পূর্বালী ব্যাংক কর্তৃপক্ষের করা আবেদন রবিবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে শুনানিতে ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আখতার ইমাম। হাইকোর্টে আবেদনকারী পূবালী ব্যাংকের শেয়ার মালিক শফি আহমেদ চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক। হাইকোর্ট যে আটজনের পদ অবৈধ ঘোষণা করেন তারা হলেন চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান ও আজিজুর রহমান। ২০১১ সালের ২২ নভেম্বর ও ৭ ডিসেম্বর এক নির্দেশনায় কোম্পানির পরিচালকদের সংশ্লিষ্ট কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করে বিএসইসি। গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ওই আটজন পরিচালক নির্বাচিত হন। এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় ১৪ আগস্ট পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে আদালত গত ২০ আগস্ট রুল ও স্থগিতাদেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।