একটি স্বাধীন জাতিসত্তা, মেধা ও মননের বিকাশের লক্ষ্যে ১৯২১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের পরতে পরতে সংযুক্ত করেছে অনবদ্য অধ্যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, পুরো সময়টাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয় ধারণ করছে ইতিহাস ও ঐতিহ্যের কৌতূহলোদ্দীপ্ত নানান অনুষঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যেমন শুরু হয় রাজনীতির হাতেখড়ি তেমনি রোমাঞ্চ জাগায় শহীদুল্লাহ হলসংলগ্ন ভৌতিক পুকুরও। লিখেছেন আমাদের
ঢাবি প্রতিনিধি* ফরহাদ উদ্দীন, ছবি তুলেছেন_ রোহেত রাজীব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।