আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণ মেলার বর্ণিল সাথী _______

ধন্যবাদ প্রথম আলোকে । গতানুগতিক একুশের ভিড়ে একটি শিক্ষামূলক প্রোগ্রাম করার শুভ বুদ্ধির জন্য । বর্ণ দিয়ে যে এ ধরনের একটি প্রোগ্রাম করা যায় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো খুভ কঠিন হবে বলে মনে হয় । সত্যি কথা বলতে গেলে অনেক দিন পরে একুশের আয়োজনে গেলাম । প্রিয় পাঠক আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে দেশের সর্বাধিক পঠিত পত্রিকা ” দৈনিক প্রথম আলো “এর আয়োজনে গতকাল ( ২১ শে ফেব্রুয়ারী ) রাজধানী ঢাকার ধানমণ্ডিতে এবং চট্টগ্রামের মহিলা সমিতি মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল ” বর্ণ মেলার ” ।

( আমি যেহেতু চট্টগ্রামে থাকি সেই সুবাদে চট্টগ্রামের আয়োজনের সাথে ছিলাম ) । বাংলা বর্ণের উৎপত্তি ও বিবর্তন দেখে সত্যিই আমি অবাক । অনেক আগের বাংলা এখন বিবর্তন হতে হতে আজ এই অবস্থাই এসে থেমেছে । তাছাড়া শিশুদের জন্য এ ধরনের একটি আয়োজন নিঃসন্দেহে ছোট ছোট খোকা -খুকীদের মনে ভাল প্রভাব ফেলতে সহায়ক ভুমিকা পালন করতে সক্ষম হবে । পুরা আয়োজন জুড়ে বর্ণের নানান সাজের আধিক্য দেখেছি এবং তার সাথে দেখেছি বর্ণের রঙ ছটাই দিয়ে নানা জিনিসপত্রের তৈরি করা হয়েছে বিপণন কেন্দ্র গুলুর পক্ষ থেকে ।

অনেক দিন পরে যেমন দেখলাম নগর দোলা , আবার দেখেছি পাপেট আয়োজন , মঞ্চ নাটক , জাদু প্রদর্শনী সহ আরও বিভিন্ন আয়োজন । প্রতিটি কাজ, প্রতিটি পর্ব নিঃসন্দেহে প্রশংসার দাবি বহন করে । অনেক দিন পরে বাংলা বর্ণমালা গুলুকে এ রকম রঙিন সাঁজে দেখে মন আমার খুশিতে লাফিয়েছিল । বাংলা বর্ণের প্রতিটি অক্ষর যেন রক্তাক্ত একুশের সাক্ষী , প্রতিটি অক্ষর চিৎকার করে বলছে বাংলার শৌর্যের কথা , একুশের অমলিন স্মৃতির কথা , বলছে আমার মায়ের ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষার আকুলতার কথা দেখে মনে হল ব অক্ষরটা বরকতের রুপ ধারন করেছে , স অক্ষরটা সফিউর এর আত্মাহুতির কথা জানান দিচ্ছে , র অক্ষরটা রাফিক এর চেহারা ধারন করেছে ঠিক তেমনি প্রতিটি অক্ষর যেন অমর একুশের যে কোন পদক্ষেপের কথা আমাদের জানান দিচ্ছে । সে সাথে একুশের বেশ কিছু দুর্লভ ছবি প্রদর্শনীর কথা না বললেই নয় ।

এক একটি ছবি যেন এক একটি অর্জনের পথের ধাপ । কেন জানি মনে হল মগজ ছিটানো বরকতের ছবি আমাদের দেখে মুচকি হাসছে , আর বলছে একুশের সেই দিনের কথা , স্মরন করিয়ে দিচ্ছেন নিজেদের চাওয়ার সাথে না পাওয়ার হতাশার কথা । বলছে যে স্বপ্নের ঘোরে ঝাপিয়ে পড়েছিলাম তা আজ পর্যন্ত তোমরা বাস্তবায়ন করতে পারলে না , পেরেছ শুধু ফেব্রুয়ারী আসলে বই মেলার আয়োজন করতে । এ কথা শুনে আমাদের মুখ লুকানো ছাড়া আর কিছু করার হয়তোবা নেই ! আসুন প্রিয় পাঠক ভাষা শহীদদের স্বপ্নের দেশ গড়ি , আসুন বাংলা কে বিকৃতির হাত থেকে রক্ষা করি , আসুন আমাদের এই প্রজন্মকে ৫২ এর সঠিক ইতিহাস বলি , আসুন স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তর করি । আবারও প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি , এবং এ ধরনের কাজে নিজেদেরকে আরও বেশি পরিমানে সম্পৃক্ত কররা উদাত্ত আহবান জানাচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।