আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণিল আয়োজনে চলচ্চিত্র দিবস আজ

চলচ্চিত্র দিবস আজ। এফডিসিতে বর্ণিল আয়োজনে দিনটি পালন করবে চলচ্চিত্রকাররা। এ উপলক্ষে মিলনমেলাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আহবায়ক নির্বাচিত হয়েছেন নায়করাজ রাজ্জাক। তিনি বলেন, ৩ এপ্রিলকে চলচ্চিত্র দিবস ঘোষণা করে বর্তমান সরকার আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করেছে।

চলচ্চিত্রকাররা সারা বছর মানুষকে বিনোদন দিতে কাজ করে যায়। অথচ নিজেদের আনন্দের জন্য এক মুহূর্ত সময় পান না। তাই দাবি ছিল বছরে একটি দিন অন্তত আমাদের আনন্দ আয়োজনের জন্য বরাদ্দ করা হোক। বিশেষ করে ৩ এপ্রিলকে চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণার দাবির অন্যতম কারণ ছিল, ১৯৫৭ সালের ওই দিন পূর্ব পাকিস্তানের পার্লামেন্টে তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার জন্য একটি বিল উত্থাপন করেন। ২০১২ সালে সরকার চলচ্চিত্রকারদের এই দাবি পূরণ করে।

এরপর এবারই সর্ববৃহৎ আয়োজনে দিনটি পালন করা হবে। সকাল ১০টায় এফডিসিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করবেন। সঙ্গে থাকবেন অনুষ্ঠানের আহ্বায়ক নায়করাজ রাজ্জাক এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এরপর থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এফডিসির অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মেলা।

মেলায় চলচ্চিত্র তারকাদের একাধিক স্টল থাকছে। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রেড কার্পেট, তারকা সমাবেশ, টক শো, স্থিরচিত্র প্রদর্শন, সেমিনার, চলচ্চিত্র বিষয়ক প্রজেকশন সেমিনার এবং চলচ্চিত্র প্রদর্শন। তা ছাড়া খালিদ মাহমুদ মিঠু পরিচালিত আধঘণ্টার চলচ্চিত্রবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এর গবেষণা ও পাণ্ডুলিপি তৈরি করেছেন সাংবাদিক অনুপম হায়াৎ। রাতে হাতিরঝিলে আতশবাজি ও ফানুস উড়িয়ে চলচ্চিত্র দিবসের সমাপ্তি ঘোষণা করা হবে।

অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন এক বিবৃতিতে ওই দিন দেশের প্রেক্ষাগৃহগুলোতে আলোকসজ্জা ও বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিনেমা হল মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.