টি-২০ বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর কয়েকদিন। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষিক্ত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর স্টেডিয়াম 'সিলেট ক্রিকেট স্টেডিয়াম'টির। চা বাগান আর টিলাঘেরা এই স্টেডিয়ামটির উন্নয়ন, সংস্কার ও সৌন্দর্য্যবর্ধনের কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। এখন চলছে নগরীর সৌন্দর্য্যবর্ধনের কাজ। বিশ্বকাপ উপলক্ষে সিলেট নগরীকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।
এজন্য রাতদিন কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিসিবি। বিশ্বকাপ উপলক্ষে সিলেটনগরীকে জঞ্জালমুক্ত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সব অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ফুটপাত থেকে হকার। যানজট নিরসনে ব্যস্ততম সড়কে রিকশার জন্য আলাদা লেন করা হয়েছে। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বকাপ খেলতে আসা খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীদের কাছে সিলেটকে অনন্যভাবে তুলে ধরতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপশহরস্থ হোটেল রোজভিউ এর সামনে থেকে নাইওরপুল-শাহী ঈদগাহ-আম্বরখানা-ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা আল্পনার রঙে রাঙিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়ক দিয়েই খেলোয়াড়রা হোটেল থেকে স্টেডিয়ামে যাবেন। আজ বিকাল ৫টা থেকে আলপনা অাঁকার কাজ শুরু হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে এই আলপনা অাঁকবে। দীর্ঘ আলপনার মাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে।
আগামী ১৪ মার্চ এই আলপনা অাঁকার কাজ শেষ হওয়ার কথা। এছাড়া বিসিবি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডগুলোতে বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোকে বন্দি করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ের আইল্যান্ডগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কয়েকটিস্থানে সংস্কার কাজ শেষ করে ফোয়ারা চালু করা হয়েছে।
নগরীর কুমারপাড়া ও শাহীঈদগাহে দুইটি ম্যুরাল নির্মাণের কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।
সিলেটে বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দিতে গত এক সপ্তাহ ধরে বিশ্বকাপের থিম সং পরিবেশন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা নগরীর ব্যস্ততম রাস্তায় থিম সং 'চার ছক্কা হই হই...' এর সঙ্গে ড্যান্স পরিবেশন করে ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করে রেখেছে।
বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন- বিশ্বকাপ খেলার জন্য সিলেট ভেন্যু সম্পূর্ণ প্রস্তুত। স্টেডিয়ামের প্রধান ফটক থেকে মূল সড়ক পর্যন্ত রাস্তার উভয় পাশ বর্ণিল সাজে সাজানো হয়েছে।
নগরীতে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে আরও বিলবোর্ড স্থাপন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।