আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টান্তমূলক শাস্তি হোক

ইউনিয়ন পরিষদ সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। এ ঘৃণ্য ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার ধামইরহাটের মইশড় গ্রামে। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ইউপি সদস্য মহসিন এটিকে সুযোগ হিসেবে বেছে নেন। গত মঙ্গলবার রাতে তিনি মীমাংসা করে দেওয়ার নামে গৃহবধূকে বাড়ি থেকে ডেকে আনেন। এ সময় তাকে কুপ্রস্তাব দিলে গৃহবধূ তাতে আপত্তি জানান। ফলে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য তার সহযোগীদের নিয়ে গৃহবধূর মাথার চুল ন্যাড়া করে দেন। গৃহবধূ এ অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ প্রধান আসামি ইউপি সদস্য মহসিনসহ দুজন আসামিকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং গ্রাম্য মাতবরদের একাংশের চেহারা স্পষ্ট হয়ে উঠেছে নওগাঁর ধামইরহাটের ওই ঘটনায়। গ্রামের অসহায় নারীদের নানা কৌশলে ফাঁদে ফেলার চেষ্টা করে এসব তথাকথিত জনপ্রতিনিধি ও মাতবর নামধারীরা। দাম্পত্য কলহের সীমাংসার নামে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া এবং তাতে রাজি না হওয়ায় যে প্রতিহিংসাপরায়ণতার পরিচয় সংশ্লিষ্ট ইউপি মেম্বার দিয়েছেন তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের কোনো না কোনো গ্রামাঞ্চলে প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে। ধামইরহাটের ওই গৃহবধূ সাহস করে লম্পট ইউপি মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। থানা পুলিশও ইউপি মেম্বারকে গ্রেফতার করে তাদের কর্তব্য নিষ্ঠার পরিচয় দিয়েছে। কিন্তু এ ধরনের বেশির ভাগ ঘটনা মামলা পর্যন্ত পেঁৗছে না। পেঁৗছলেও প্রায়শই পুলিশের ভূমিকা থাকে হতাশাজনক। আমরা আশা করব, ধামইরহাটের নারী নির্যাতন মামলায় দোষীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে পুলিশ সততার পরিচয় দেবে। নারী নির্যাতনের সাহস যাতে আর কোনো জনপ্রতিনিধি নামধারী না পায় সে ব্যাপারে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে- এমনটিই কাম্য। আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের তৎপর ভূমিকাকেও আমরা অভিনন্দন জানাতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.