আমাদের কথা খুঁজে নিন

   

রিভিউ আবেদন খারিজ

কাদের মোল্লার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পুনর্বিবেচনা (রিভিউ) সংক্রান্ত আসামি পক্ষের দুটি আবেদনের ওপর দুই দিনের শুনানি শেষে গতকাল দুপুর ১২টার পর তা খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি নির্দিষ্ট বেঞ্চের পক্ষে এ আদেশ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। রায়ে বিচারপতিদের স্বাক্ষরের পর বিকালেই আদেশের কপি সরবরাহ করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার, রাষ্ট্র ও আসামি পক্ষকে। এদিকে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের দাবি, আসামি ন্যায়বিচার পাননি। অন্যদিকে এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধী আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। সরকার এখন যে কোনো সময় কার্যকর করতে পারবে এ দণ্ড। আপিল বিভাগ কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ১৭ সেপ্টেম্বর। ৫ ডিসেম্বর বিচারপতিদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখা। ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল মৃত্যুপরোয়ানা পাঠান কারাগারে। ১০ ডিসেম্বর মধ্যরাতে দণ্ড কার্যকরের কথা জানানো হলেও চেম্বার বিচারপতির আদেশে তা স্থগিত হয় ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত। গতকাল সকাল ৯টা ২০ মিনিটে এ শুনানি শুরু হয়ে মাঝখানে দুইবার বিরতি দিয়ে বেলা ১টা ১০ মিনিটে শুনানি শেষ হয়। আসামি পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামি পক্ষে অন্যদের মধ্যে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন শুনানিতে। ব্যারিস্টার রাজ্জাক রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি করতে চাইলেও আদালতের তাগিদে রিভিউ আবেদন নিয়ে শুনানি করেন এই আইনজীবী। প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাক্ষী মোমেনা বেগমের বক্তব্যের বৈপরীত্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বক্তব্য তুলে ধরেন তিনি। বিচারপতি এস কে সিনহা এ সময় বলেন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আছে বলেই এর আগে তা গ্রহণ করেছি আমরা। ব্যারিস্টার রাজ্জাক দাবি করেন, আপিলের ত্রুটি রয়েছে রায়ে। এর প্রমাণ হলো এ বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া পুরোপুরি বিশ্বাস করেননি ওই সাক্ষীকে। এ সময় বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া বলেন, রায় হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেখানে একমত হয়েছেন চারজন; সেখানে আমার সম্পর্কে বলাটা আমার জন্য বিব্রতকর। এর পর 'সম্পূর্ণ ন্যায়বিচার' নিয়ে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করেন ব্যারিস্টার রাজ্জাক। তিনি বলেন, ট্রাইব্যুনালের মৃত্যুপরোয়ানা জারি এখতিয়ারবহিভর্ূত। যে আদালত মৃত্যুদণ্ড দেন, সেই আদালত মৃত্যুপরোয়ানা জারি করবেন, এটাই জেল কোডের বক্তব্য। এ হিসেবে কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারি করবেন আপিল বিভাগ। বিচারপতি এস কে সিনহা জবাব দেন, আমরা ট্রাইব্যুনালকে বলেছি, তাই আমাদের আদেশই কারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন ট্রাইব্যুনাল।

প্রাণভিক্ষার সুযোগ নেই : কাদের মোল্লার প্রাণভিক্ষার আর সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিভিউ-সংক্রান্ত আবেদন খারিজের পর গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদের দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। মাহবুবে আলম বলেন, প্রথম থেকেই বলে আসছি, রিভিউ চলে না। জেল কোড অ্যাপ্লিকেবল নয়। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, প্রাণভিক্ষা চাওয়ার কথা অনেক আগে থেকেই বলা হয়েছে। আসামি কোনো সুযোগ নেননি। এখন আর সুযোগ নেই। এর আগে সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ সর্বসম্মতভাবে খারিজ করে দেওয়ায় কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, চেম্বার বিচারপতির আদেশে যে প্রক্রিয়া বন্ধ হয়েছিল, তা এখন চালু হলো। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত কোনো পর্যবেক্ষণ দেননি। তাই রায় কার্যকরে পূর্ণাঙ্গ অনুলিপির দরকার নেই।

ন্যায়বিচার হয়নি : কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের মধ্য দিয়ে তিনি ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের দুই আইনজীবী। রায় ঘোষণার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক। খন্দকার মাহবুব বলেন, আমরা আশা করি এবং বিশ্বাস করি, দেশে যেখানে আইনের শাসন কায়েম আছে, সেখানে এ ধরনের রায়ে কাদের মোল্লার ওপর ন্যায়বিচার করা হয়নি। তিনি ন্যায়বিচার পাননি। ব্যারিস্টার রাজ্জাক বলেন, কাদের মোল্লা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। একজন সাক্ষীর ওপর নির্ভর করে মৃত্যুদণ্ড প্রদান আইনের শাসনের পরিপন্থী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.